২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফোন উৎপাদন ও সংযোজনে রেয়াতি সুবিধা বাড়ানো হচ্ছে

-

দেশে মুঠোফোন উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে রেয়াতি সুবিধা এক বছর বাড়ানো হচ্ছে। পাশাপাশি মুঠোফোন উৎপাদনের জন্য উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা বাড়ছে দুই বছর। ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ কথা জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
প্রস্তাবিত বাজেটে মুঠোফোন বা সেলুলার ফোন স্থানীয়ভাবে উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে বিদ্যমান রেয়াতি সুবিধা ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যা আগে ২০২৪ সাল পর্যন্ত ছিল। মুঠোফোন উৎপাদনে ব্যবহৃত উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা দুই বছর বাড়িয়ে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। দেশে উৎপাদিত মুঠোফোনে নতুন ফিচার সংযোজনের স্বার্থে দেশী প্রতিষ্ঠানগুলোকে নতুন নতুন উপকরণ বা যন্ত্রাংশ আমদানি করতে হয়। এ জন্য নতুন উদ্ভাবিত কিছু পণ্যকে বিদ্যমান প্রজ্ঞাপনে সংযোজন এবং বিদ্যমান কিছু পণ্যের বর্ণনা সংশোধনের প্রস্তাব করা হয়েছে বাজেট প্রস্তাবে। বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার শিল্পের বিকাশের লক্ষ্যে প্রদত্ত রেয়াতি সুবিধাসংক্রান্ত প্রজ্ঞাপনে উপকরণ ও খুচরা যন্ত্রাংশ স্থানীয়ভাবে কেনার ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি যুক্ত করার জন্য প্রজ্ঞাপনে প্রয়োজনীয় সংশোধনী আনার প্রস্তাব করেন।

 


আরো সংবাদ



premium cement